Follow us

 
Wednesday 29 August 2012

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ইফতার মজলিশ ও সেমিনার

0 comments
*lt;

গত ২৮ শে আগষ্ট এস আই ও-র আলীয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে সল্টলেক ক্যাম্পাসে একটি দাওয়াতে ইফতার ও সেমিনার অনুষ্ঠিত হল। আলীয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রাজ্জাকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনার শুরু হয়। আলোচনার বিষয় ছিল “রমজানের গুরুত্ব।” অনুষ্ঠানে উপস্থিত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীদরে মধ্যে আমন্ত্রিত ছিলেন, মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য ডা: রইসুদ্দিন সাহেব, জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সেক্রেটারী মাওলানা আব্দুর রফিক সাহেব, এস আই ও-র কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য শাহনওয়াজ আলী রাইহান, রাজ্য সভাপতি সারওয়ার হাসান, রাজ্য সম্পাদক নাইমদ্দিন সেখ প্রমুখ।
ডা: রইসুদ্দিন সাহেব উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে ধর্মের প্রকৃত স্বরূপ এবং ব্যাপ্তি সম্বন্ধে সম্যক ধারণা দিতে সচেষ্ট হন। মাওলানা আব্দুর রফিক আত্মত্যাগ ও চরিত্র গঠনে রমজানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শাহনওয়াজ আলী রাইহান আধুনিক বিশ্ব সমস্যায় ইসলামী সমাধান পেশ করতে ছাত্র সমাজকে আহ্বান জানান। রাজ্য সভাপতি সারওয়ার হাসান ছাত্র সমাজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ভাই নাইমদ্দিন রমজানের আসল উদ্দেশ্য তাকওয়া অর্জনের উপর আলোচনা রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জা সেরিফুল ইসলাম।

Leave a Reply

 
SIO North 24 Parganas © 2012

Join sio for Bright Future