Follow us

 
Monday 27 August 2012

এস আই ও -র মিশন, লক্ষ্য ও উদ্দেশ্য

0 comments
*lt;



মিশন

ঐশী পথ-নির্দেশ অনুযায়ী সমাজের পুনর্গঠনের জন্য ছাএ ও যুবকদের তৈরী করাই হচ্ছে সংগঠনের মূল মিশন।

লক্ষ্য ও উদ্দেশ্য

১. ছাত্র এবং যুবকদের সামনে ইসলামের দাওয়াত পেশ।

২. ছাত্র এবং যুবকদের মধ্যে দ্বীন দ্বীনের প্রকৃত জ্ঞান ও চেতনার বিকাশ সাধন করা।

৩. কুরআন ও সুন্নাহর আলোকে নিজের ব্যক্তিগত ও সমষ্ঠিগত জীবন যাপনের জন্য ছাএ-যুবদের উদ্বুদ্ধ করা।

৪. সুকৃতির প্রসার ও দুস্কৃতির উত্সাদনের জন্য ছাএ-যুবদের উদ্বুদ্ধ করা।

৫. শিক্ষাব্যবস্হায় নৈতিক মূল্যবোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত নৈতিক শিক্ষার পরিবেশ সৃষ্টির চেষ্টা করা।

৬. সংগঠনের কর্মীদের সার্বিক উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের প্রতিভার বিকাশ সাধন এবং তাদেরকে ইসলামী আন্দোলনের সহায়ক হিসাবে গড়ে তোলা।

Leave a Reply

 
SIO North 24 Parganas © 2012

Join sio for Bright Future