Follow us

 

সংগঠন সংবাদ

0 comments
*lt;

জাতীয় স্তরে ইউনিট সভাপতিদের প্রশিক্ষণ শিবির

সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত নির্বাচিত ইউনিট প্রেসিডেন্টদের নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হল হায়দ্রাবাদে ডিউ ড্রপ রেসর্টে। ২৫ থেকে ২৭ মে তিনদিন ব্যাপী এই কর্মশালা চলে। সভার কাজ শুরু হয় দারসে কুরআনের মাধ্যমে। এস আই ও-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক পি.এম. সালিহ প্রারম্ভিক বক্তব্যে এই কর্মশালার লক্ষ্য তুলে ধরেন। এস আই ও-র কেন্দ্রীয় পরামর্শ পরিষদের প্রাক্তন ও বর্তমান সদস্যদের নিয়ে ‘এস আই ও-র অবদান’ এর উপর এক মনোজ্ঞ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এখানে সদস্যবৃন্দ এস আই ও-র জন্মলগড়ব থেকে আজ পর্যন্ত বিভিনড়ব অবদানের উপর বক্তব্য তুলে ধরেন। বর্তমান সি.এ.সি. মেম্বার উমাইর আনাস- এর তত্ত্ববধানেNetwork Growth in SIO’ শিরোনামে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ইউনিট প্রেসিডেন্টদের পরস্পরের মধ্যে সংযোগ বন্ধনে দুর্বল ইউনিট অনেকটাই সবল হবে। শিক্ষা ও কেরিয়ারের উপর মূল্যবান বক্তব্য পেশ করেন প্রাক্তন সিএসি মেম্বার ডা: এম কে এম যাফর।মহিউদ্দিন গাজী ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ পদ্ধতির কতা বলতে গিয়ে বিভিন্ন ছবি প্রদর্শন করেন। প্রাক্তন সভাপতি সৈয়দ সাদাতুলাহ হোসাইনী সৃজনশীল অধ্যায়ের দিকনির্দেশনা তুলে ধরেন এবং বলেন, আমাদের অধ্যায়ের উদেশ্যে শুধু তথ্য সংগ্রহ নয়, হিকমত বা প্রজ্ঞা বাড়ানোই অধ্যায়নের আসল লক্ষ্য। সাংগঠনিক প্রবনতা ও স্বয়ংক্রিয় ইউনিটের উপর প্যানেল ডিসকাসনে বিভিন্ন ইউনিট প্রেসিডেন্ট অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিন সন্ধ্যায় এক মনোজ্ঞ জাতীয় স্তরে ইউনিট সভাপতিদের প্রশিক্ষণ শিবির সাংস্কৃতিকত অনুষ্ঠান হয়। কর্মশালার শেষ দিনে ‘আদর্শ ইউনিট : পুনর্মুল্যায়ণ’ বিষয়ে বিভিনড়ব মত নেওয়া হয়। সর্বভারতীয় সভাপতি মহ: আজহারউদ্দিনের সমাপ্তি ভাষনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে। পশ্চিম বাংলা থেকে এই প্রোগ্রামে অংশ গ্রহণ করেন জাভেদ খান, মহম্মদ আলী খান, খাদিমূল ইসলাম, ইব্রাহীম আনসারী, আশরাফুল ইসলাম, সাহাবুদ্দিন মন্ডল ও মহ: জামির।

Leave a Reply

 
SIO North 24 Parganas © 2012

Join sio for Bright Future