Follow us

 
Tuesday 1 January 2013

নতুন বছরে এস.আই.ও-র আহ্বান অপসংস্কৃতি নয় চাই শিক্ষামূলক বিনোদন

1 comments
*lt;

নতুন বছরে এস.আই.ও-র আহ্বান অপসংস্কৃতি নয় চাই শিক্ষামূলক বিনোদন 


১লা জানুয়ারি: ’পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে বিনোদনের সঙ্গা পরিবর্তন হচ্ছে। ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধকে হারিয়ে দেশের ছাত্ররা আকৃষ্ট হচ্ছে সেই অপসংস্কৃতির প্রতি’। দেশের এই পটভূমিকায় অপসংস্কৃতির করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে এবং সুস্থ সংস্কৃতির সন্ধান দিতে “অপসংস্কৃতি নয় চাই শিক্ষামূলক বিনোদন” শিরোনামে, ১লা জানুয়ারি, বারাসাতের রবীন্দ্র ভবনে স্টুডেন্টস ইসলামিক অরগানাইজেশন অফ্‌ ইন্ডিয়ার উত্তর ২৪ পরগণা জেলা শাখার উদ্দ্যাগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়। সেখানে সকাল ১১টা থেকে বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামের পাশাপাশি তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশন করা সঙ্গীত, িএকাঙ্ক নাটক, মুখাভিনয় সকলের মন কাড়ে। প্রোগ্রামে উপস্থিত দর্শকদের বর্তমান সমাজ ব্যবস্থার কথা আরও ভাবিয়ে তোলে দুটি নাটক “বিদ্ধস্থ মানবতা” ও কৃষক সমাজের করুন পরিণতির উপর লেখা নাটক “প্রতিবাদ”। 
সব শেষে প্রোগ্রামের সমাপ্তি ভাষণ দেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মাও আব্দুর রফিক।

One Response so far.

  1. Anonymous says:

    very nice program...we expect more such program from Tamaddun....hats off to TAmaddun

Leave a Reply

 
SIO North 24 Parganas © 2012

Join sio for Bright Future